পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্কলারশীপ অ্যাওয়ারর্ডিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর ২০২৪ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ইউএনডিপি’র সহযোগিতায় ফিউচারনেশন প্রোগ্রামের আওতায় দ্বিতীয় পর্যায় পাঁচশতাধিক ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে বৃত্তি প্রদান অনুষ্ঠানের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। এই কর্মসূচীর মাধ্যমে পুÐ্র ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা “বিজনেস অ্যান্ড সোশাল ইংলিশ স্কিল”এবং “ফ্রন্টিয়ার টেকনোলজি স্কিল” এই দুইটি শাখায় ব্রিটিশ কাউন্সিলের ফ্রি অনলাইন কোর্স সম্পন্ন করার মাধ্যমে দক্ষতা অর্জন করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র।
তিনি তাঁর উদ্বোধনী বক্তৃতায় বলেন, প্রথম পর্যায়ে এই কোর্স দু’টিতে প্রশিক্ষিত হয়ে পুণ্ড্র ইউনিভার্সিটি’র ছাত্র-ছাত্রীরা তাদের উন্নতর ক্যারিয়ার গঠনে বিশেষ সুযোগ লাভ করেছে বলে আমি জেনেছি। দ্বিতীয় পর্যায়ে নিবন্ধিত শিক্ষার্থীরা দক্ষতার সাথে কোর্স দুটি সুসম্পন্ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। উদ্বোধনী পর্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পিইউবি’র বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর মাননীয় চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা-বেগম।
এছাড়া উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. এস.জে. আনোয়ার জাহিদ, পরিচালক (অর্থ) আবু জাহিদ মোঃ জগলুল পাশা, বিওটি সমন্বয়ক মোঃ খোরশেদ আলম, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) মোঃ নাজমুল হক, প্রক্টর সাব্বির হাসান, এস্টেট অফিসার মোঃ নজরুল ইসলাম। গ্রামীণ ফোনের সহযোগিতায় এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিবন্ধন প্রক্রিয়াসহ ফিউচারনেশন প্লাটফর্ম বিষয়ে দিকনির্দেশনা দেন ভিজুয়াল কন্টেন্ট ডেভেলপার, ইউএনডিপি-ফিউচারনেশন প্রজেক্ট খন্দকার মোস্তাফিজুর রহমান।